ভাস্বতী গোস্বামী
দুর্গা ঘুমাও
ভাস্বতী গোস্বামী
আবার তুমি আসবে বলে
শরৎ আকাশ নীল হয়েছে
কাশের ঝালর লিখছে ছুটি
সোনা রোদের ঘুম ভেঙেছে
কোথায় যেন আগমনী
মহালয়ার সুর ভেসে যায়
বছর পরে আসছে উমা
খবর আসে হাওয়ায় হাওয়ায়
কেমন আছিস মা-জননী
কেমনই বা সংসার তোর
মা মেনকার কথায় কথায়
কাটলো যে রাত কাটলো যে ভোর
মায়ের বুকে এলিয়ে মাথা
দুর্গা বলে নিজের কথা
রাত দখল করতে যাবো
তুলবো মা ওই হল্লাবোল
শতাব্দীর অশ্রুতে আজ
ভাসছে মায়ের চোখ কেবল
পারবি 'মা-গো' পারবি যে তুই
করতে হবে দিনবদল
শাঁখের ডাকে সন্ধ্যা নামে
পঞ্চমীতে চাঁদ তরল
ঢাক বেজেছে ওই বোধনের
গর্জে ওঠা হোক সফল
জোট বেঁধেছো? তৈরি হও
ঝড় উঠেছে ---- উঠুক ঝড়
অসুর বধের আসছে সময়
হাজার কণ্ঠে একই স্বর
মরবো না 'মা' বাঁচতে যে চাই
সিঁদুর খেলার লাল আকাশ
দুর্গা তোর আজ অঢেল ছুটি
মায়ের কোলে ঘুমিয়ে যাস
আসিস না আর আমার ঘরে
শিউলি ঝরার ভোর বেলায়
রাখার দু'হাত নেই আমাদের
কলঙ্কেরই এই বিজয়ায়

পাঠকের মতামতঃ